নিজেস্ব প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন জাতীয় দৈনিক ভোরের খবর পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আপন সরদার।
বি,এইচ,ডি,এস অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থা’র উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
সংস্থাটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোহালী আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক তারিকুল আলম জুয়েল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মইরুল ইসলাম মামুন, বিশিষ্ট সমাজ সেবক লায়ন মো:মহসীন দেওয়ান লিটন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট নুরজাহান, সংস্থাটির দূর্যোগ বিষয়ক সম্পাদক মো: অনিক শেখ,বীর মুক্তিযোদ্ধা মোসাম্মত মুক্তা বেগম সহ আরো অনেকে।
এ সময় মুক্তিযোদ্ধা, শিক্ষক,এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী,লেখক-কবি,সাংবাদিক সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫১ টি সম্মাননা স্মৃতি অ্যাওয়ার্ড প্রদান করে সংস্থাটি।