টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকদ্রব্য সেবনের দায়ে শাকিল মাঝি নামের একজন কে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেল ৩ টায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় টঙ্গীবাড়ীর মাঝি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাশেদুজ্জামান। শাকিল টঙ্গীবাড়ী উপজেলার মাঝি বাড়ি গ্রামের খালেক মাঝির ছেলে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাশেদুজ্জামান বলেন, মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জন কে ২০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭