টঙ্গিবাড়ী প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের উপ- নির্বাচনে দাখিলকৃত ৩ আওয়ামী লীগ নেতার মনোনয়ন পত্রের মধ্যে ২ বিদ্রোহী নেতার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন জেলা নির্বাচন কমিশন।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি এবং সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেলের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। তবে তারা তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন ।
এর আগে গতকাল রবিবার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে শুধু আওয়ামী লীগের ৩ নেতা মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে ১ জন দলীয় মনোনিত নৌকা প্রতিকে বাকি ২ জন বিদ্রোহী প্রার্থী হিসাবে এই মনোনয়ন পত্র জমা দেন। জমাদানকারী প্রার্থীদের মধ্যে নৌকা প্রতিকে মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ ছাড়া এখন আর কারো বৈধ মনোনয়নপত্র রইল না।
এই উপজেলায় আগামী ১৬ মার্চ উপ- নির্বাচন অনুষ্ঠিত হইবে। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু গত ১৭ অক্টোবর বিকেল ৩টার দিকে বার্ধক্যজনিত কারনে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলে এই উপজেলার চেয়ারম্যান পদটি শূন্য হয়।২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি এ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যূতে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়। শূন্য হওয়া এই উপজেলায় আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হইবে।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা রাহাত খান রুবেল বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন এর একটা ঋনের ব্যাপারে আমি গ্যারানটেড হয়েছিলাম যার কারণে আমার মনোনয়ন পত্র আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে । আমি এ ব্যাপারে আপীল করবো এবং নির্বাচনও করবো।
এ ব্যাপারে মানিক মিয়া বাচ্চু মাঝির মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার নাম্বার বন্ধ পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বসির আহমেদ বলেন, উপজেলা নির্বাচনে দুইজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে । তবে তারা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। এদের মধ্যে রাহাত খান রুবেলকে ঋণ খেলাপির অভিযোগে এবং মানিক মিয়া বাচ্চু মাঝি তার প্রদত্ত ভোটার তালিকায় ভোটারদের স্বাক্ষর গরমিল থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহমেদ বলেন, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে এখোন পর্যন্ত মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৯হাজার ৭৬ জন। ভোটার সংখ্যা আরো বাড়তে পারে। আগামী ১৬ মার্চ ইভিএম প্রদ্ধতিতে এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে।এই উপজেলায় মোট ৮৪টি ভোট কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হইবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭