জেলা প্রতিনিধি গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ হয়ে একটি প্রাইভেটকার গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল।গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল। এসময় অভিযান চালিয়ে ওই কার থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে কারটি জব্দ করাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের মাহিগঞ্জের কাউয়াপট্টি গ্রামের (রেল লাইন সংলগ্ন) নজর আলীর ছেলে সোহেল মিয়া (২২) ও হারাগাছের কাচু আলুটারী গ্রামের মৃত সিরাজ উদ্দনের ছেলে রবিউল ইসলাম (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ ফেব্রুয়ারি) র্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ পৌরসভার চারমাথা থানামোড় এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে ৮কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সাথে কারটি জব্দসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।গ্রেফতারকৃত সোহেল ও রবিউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করার পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭