সাগর আহম্মেদঃ গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার চালক।
রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপেজলার কুপতলার ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বেলা ১১টার সময় এক অটোরিকশা ২ যাত্রী নিয়ে লক্ষীপুর বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সমানের দিক দিয়ে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ঘটানাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। এতে অটোরিকশার চালক আহত হন। আহত অবস্থায় চালককে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান। এসময় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ ড্রাইভার পালিয়ে যায়।
ওসি আরও জানান, নিহতের লাশ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে আছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তসহ ট্রাকের ড্রাইভারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭