গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার শালমারা ইউনিয়নের কৃষকলীগের সভাপতি আমিরুল মন্ডলের ২য় ছেলে মোঃআবু রায়হান(ওপেন) চা-ওয়ালার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে ০৯-০২-২০২৩ দিবাগত রাত ৯ঘটিকায়। পরবর্তীতে বিষয়টি জানা জানি হলে চা- ওয়ালা রতনের পরিবারে কান্নায় ভেঙে পরে অনেকেই।
নির্ভরযোগ্য সুত্রে জানায় রতনের স্ত্রী মোছাঃ রিমা বেগম(২৯) পালাবার সময় গরু বিক্রি করা ৮০,০০০/=(আশি হাজার টাকা) এবং জমি জমি বন্ধকীর ফেরত আসা ১,২০০০০/=(এক লক্ষ বিশ হাজার) টাকা এবং রতনের দেয়া স্ত্রীকে ১ ভরি ওজনের সর্ণালংকার যাহার মূল্য আনুমানিক ৯০,০০০/=(নব্বই হাজার) টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় মোছাঃ রিমা বেগমের ০৫ বছরের ১টি সন্তান রেখেই অনেক আগে থেকেই আবু রায়হানের সাথে সম্পর্কে জরিয়ে যায়। পরিবারের চাপে রিমা স্বাভাবিক অবস্থায় আসলেও পিছু হটেনী আবু রায়হান ওপেন।
এই ঘটনার সুত্র ধরে ০৯-০২-২০২৩ দিবাগত রাত ১১ঃ০০টার সময় থানায় অভিযোগ দায়ের করেন চা-ওয়ালা মোঃরতন ব্যাপারী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭