জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বাকসাতরা শেখ বাড়ির পারিবারিক গোরস্থান থেকে রাতের আধারে চারটি কবর থেকে লাশের কংকাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শনিবার ১১ ফেব্রুয়ারি শেষ রাতে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন ফজরের নামাজের পর বের হয়ে থেকে বের হয়ে দেখে কবর গুলো খুরা তখন তারা গিয়ে দেখেন কবরের ভিতরের সবকিছু নিয়ে গেছে কে বা কাহারা।
স্থানীয় আরফান আলী জানান, আমার মা মানিক জান মারা যায় ৮ বছর আগে, আর দুই ভাই মারা যায় কয়েক বছর আগে কে বা কাহারা রাতের আধারে লাশের কংকাল চুরি করে নিয়ে যায়। আরেক জন আমার খালু শুশুর গিয়াস উদ্দিন ৬ মাস আগে মারা যায় তার কংকালগুলো নিয়ে গেছে।
আমিনা জান্নাত শান্তা জানান সকালে এঘটনা দেখে আমি ৯৯৯ ফোন করি, মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে গেছেন। তিনি আরও বলেন গত দুই দিন আগে আমাদের বাড়ি থেকে অনেক গুলো রড চুরি হয়েছে কে বা কাহারা এসব করছে আমরা বুঝতে পারছিনা।
এ বিষয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন দেখা দিয়েছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক( তদন্ত) জাহাঙ্গীর আলম জানান এস আই আব্দুস সালাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।