ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে কারামুক্ত ৪ বিএনপি নেতা কে গণসংবর্ধনা


ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কারামুক্ত ৪ বিএনপি নেতা কে গণসংবর্ধনা দিয়েছে টঙ্গীবাড়ী উপজেলা কৃষক দল।

বৃহস্পতিবার রাত ৭ টায় কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামে টঙ্গীবাড়ী উপজেলা কৃষকদলের প্রস্তাবিত কমিটির সভাপতি খোরশেদ শিকদারের বাড়িতে কারামুক্ত মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ও সাবেক টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, আউটশাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিক, কামারখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর মোল্লা ও টঙ্গীবাড়ী উপজেলা কৃষক দলের সদস্য মো: মাসুদ তালুকদার কে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব মো: শহিদ মজুমদার, টঙ্গীবাড়ী উপজেলা কৃষক দলের প্রস্তাবিত সভাপতি মো: খোরশেদ শিকদার, পারভেজ ঢালী,কামাল বেপারি, নজরুল ইসলাম মোল্লা, জাহাঙ্গীর ঢালী, সাইফুল ইসলাম শিকদার,ছাত্রদল নেতা জুবায়ের হোসেন রাজ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল,সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতা কর্মী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।