ঢাকাসোমবার , ৩০ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ খবর

লৌহজংয়ে ভিডব্লিউবি কার্ড বিতরণ


জানুয়ারি ৩০, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভালনারেবল উইমন বেনেফিট ( ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ১ জানুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ চক্রের চুড়ান্ত নির্বাচিত ভিডব্লিউবি উপকারভোগীগণের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল১০ ঘটিকায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত থেকে ইউনিয়নের ১৩৭ জন উপকার ভোগীদের মাঝে কার্ড তুলে দেন বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা,এসময় তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির চূড়ান্ত শিখরের দিকে নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে  আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করছে,মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে বিধবা ও বয়স্কদের জন্যও ভাতা সহ প্রতিবন্ধী শিশুদের জন্যও ভাতার ব্যবস্থাও করেছে সরকার।আমাদের মুন্সীগঞ্জ দুই আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির নেতৃত্বে বেজগাঁও ইউনিয়নে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে যার সুফলও আপনারা ইতিমধ্যে পাচ্ছেন । এই ধারাকে অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পাশে থাকার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী মোঃজামাল হোসেন , বেজগাঁও ইউপি  সচিব তানিয়া ইসলাম, ইউপি সদস্য মানিক , সংরক্ষিত মহিলা সদস্য রুমা বেগম,লৌহজং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাসেল হোসেন নিরব প্রমূখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।