কেএম সবুজঃ ১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আশুলিয়া থানা ছাত্রলীগ।
মঙ্গলবার ( ১০ জানুয়ারি) দুপুরে নবীনগর চন্দ্র-মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীরত্ব এবং বাঙালি জাতিকে মুক্তিদানের নানা বিষয় নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে আশুলিয়া প্রেসক্লাব চত্বর।
আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু ও সাধারণ সম্পাদক তানভীর হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা শাকিল শেখ সহ সকল ইউনিটের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধান, শাহরিয়ার জিতু,ফজলে রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক অপু,
সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ সকল ইউনিটের নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭