আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ বাড়িয়ে দিন আপনার প্রসারিত সাহায্যের দু'টি হাত, অসহায় ছিন্নমূল মানুষের শীতটুকু নিপাত যাক। এই স্লোগানে মুন্সীগঞ্জে অরাজনৈতিক সামাজিক সংগঠন "মানবতার বন্ধন" এর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮জানুয়ারি) সকাল ১০ টায় টঙ্গীবাড়ী উপজেলার নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ শীতবস্ত্র বিতরণ করা হয়। টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার ২০১০ জন শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সাংগঠনিক প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শেখ ইসলামের পৃষ্ঠপোষকতায় ও সংগঠনের অন্যান্য সদস্যদের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বেগম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য ফাহিম ইসলাম রোমান, শেখ সালাম,শেখ আরাফাত, সাইফুল ইসলাম শাহিন,শেখ মুজাহিদ, উল্লাস মোল্লা,নয়ন,নিবিড় সহ আরো অনেকে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ ইসলাম জানান, মানবতার বন্ধন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা আমাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭