কেএম সবুজঃ কথায় আছে দশের লাঠি একের বোঝা। ঠিক বাস্তবেও তেমনটাই প্রমাণ করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ভালবাসার বন্ধন পরিবার। সংগঠনটির সকল সদস্যরা মিলে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে প্রায় ২০০ শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। দেশের প্রত্যন্ত শীতল অঞ্চল ব্রাহ্মনবাড়িয়া কসবার গৌরাঙ্গুলো এলাকায় বিতরণ করা হয়।
এ সময় হতদরিদ্র শীতার্ত পরিবার গুলো কঠিন শীতে এক টুকরো শীত নিবারনের কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে।
অসহায় মানুষের পাশে ধারাবাহিক ভাবে পাশে থাকার প্রত্যাশাও করেন সংগঠনটির সাথে সংশ্লিষ্টজনেরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭