মোঃ লুৎফর রহমানঃ মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের নতুন ভর্তিকৃত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে দৌলতপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তেোলন, পবিত্র কোরআন তেলওয়াত, গীতাপাঠ, নবীন ছাত্র/ছাত্রীদের ফুল দিয়ে বরণ,সভাপতির স্বাগত ভাষণ, অতিথিদের ভাষণ। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এ এম নাইবুর রহমান দুর্জয়।তিনি রাষ্ট্রীয় কাজে ব্যাস্ত থাকায় তার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুর রহমান তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, তালুকনগর হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন মিয়া, তালুকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নাল হক, চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, প্রেসক্লাবের সভাপতি মো: শাহ আলম, সাংবাদিক নুরুল ইসলাম ও আমিনুল ইসলাম, চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান স্বপন, তালুক নগর স্কুলের শিক্ষক ফরহাদ আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় সিনিয়র শিক্ষক মোঃ মফিজুল ইসলাম।
নবীনবরণ অনুষ্ঠানে রেডিও টেলিভিশনের সুনামধন্য শিল্পীরা গান পরিবেশন করেন।
নবীনবরণ অনুষ্ঠানে স্কুলের ছাত্র/ছাত্রীরা আনন্দে মেতে উঠে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭