টঙ্গীবাড়ী প্রতিনিধিঃ টঙ্গীবাড়ী উপজেলার ওলি কুলের শিরোমণি, তৌহিদের বাদশাহ হযরত ফজুশাহ(রঃ) এর বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে পালা গান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০ টায় টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওরস মাহফিল উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরেও পালা গানের আয়োজন করে মাজার কমিটি। বাউল গান পরিবেশন করেন আলমাছ সরকার ও মুক্তা সরকার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মহসিন দেওয়ান লিটন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল হাওলাদার,বেলায়েত হোসেন শাহীন, মোঃ শরীফ, রাসেল, রানা সহ বিভিন্ন এলাকা থেকে আগত হযরত ফজুশাহ (রঃ) এর মুরিদ ভক্ত ও আশেকানবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭