কেএম সবুজঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে 'জিসাফো'।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কর্তৃক এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সদস্য কেএম হারুন, বিশেষ অতিথি জিয়া সাইবার ফোর্সের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক এবং জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির আহ্বায়ক এসএম আব্দুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় ও ঢাকা জেলা কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শহীদ জিয়াউর রহমানের রূহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭