বাবু হাওলাদারঃ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগ সম্মেলন-২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ঢাকা শিশু কল্যাণ পরিষদে অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি সহ মুন্সীগঞ্জ এবং নরসিংদী জেলা কমিটি ঘোষণা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আংশিক সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় সভাপতি মো. আলমগীর গনি সভাপতিত্বে এবং প্রধান সাংগঠনিক সচিব ও ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায়
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা প্রধান উপদেষ্টা লায়ন গনী মিয়া বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রাশীদ রানা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। এছাড়াও কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি শাহ্ আলম স্বপন,
কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক আহমেদ আলি, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট ব.ম শামীম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন জুয়েল সহ বিভিন্ন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭