আনোয়ার হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মো. ইস্রাফিল (২০) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজারের দক্ষিণ পাশে রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অটোরিক্সাটি ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে । নিহত ইস্রাফিল কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।
স্থানীয়রা জানায়, ফজরের নামাজ পড়তে বের হলে এলাকার মুসল্লিরা চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ইস্রাফিলের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
চৌধুরি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে হাজিরহাট থানায়
হস্তান্তর করে ।
এ ব্যাপারে কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, তার মরদেহ উদ্ধার করলেও অটোরিক্সাটি এখনো পাওয়া যায়নি। তিনি ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটির মামলার পস্তুতি চলছে ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭