ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ খবর

ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু


জানুয়ারি ২০, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সারা দেশ থেকে আগত মুসল্লিদের পদচারণে গমগম করছে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা। পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়। তাৎক্ষণিকভাবে তা মাওলানা জিয়া বিন কাসিম বাংলায় তরজমা করেন বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। ময়দানে অবস্থানরত বিদেশিদের জন্য মূল বয়ানটি আবার তাদের নিজ নিজ ভাষায়ও তাৎক্ষণিক অনুবাদ করা হচ্ছে।

তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। আজ থেকে শুরু হওয়া মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা চলবে আগামী রোববার পর্যন্ত। এর আগে প্রথম পর্বে ১৩ থেকে ১৫ জানুয়ারি মাওলানা সাদ কান্ধলভির বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা পালন করেন।

দ্বিতীয় পর্বের ইজতেমাকে ঘিরে গত বুধবার সকাল থেকেই মুসল্লিরা আসতে থাকেন। সবচেয়ে বেশি মুসল্লি আসেন গতকাল বৃহস্পতিবার। বিকেলের মধ্যে ভরে যায় ইজতেমা মাঠ। এর মধ্যে আজ ইজতেমার জামাতের সঙ্গে জুমা নামাজে যোগ দিতে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসছেন দলে দলে।

সকাল ৯টার দিকে দেখা যায়, শীত উপেক্ষা করে মুসল্লিরা অবস্থান করেছেন মাঠের ভেতর।

সবার পরনে গরম কাপড়। মাইকে ভেসে আসা বয়ান শুনছেন। মাঝেমধ্যেই ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিচ্ছেন। পাশাপাশি মাঠসংলগ্ন সড়কগুলোতেও মুসল্লিদের হাঁটাচলা। তাদের কারও মাথায়, কারও কাঁধে, কারওবা হাতে একাধিক ব্যাগ ও গাট্টি। তারা আজও আসছিলেন ইজতেমা মাঠের দিকে।

কথা হয় বরিশালের রাঙ্গাবালী থেকে আসা ১৮ সদস্যের একটি দলের সঙ্গে। দলের সদস্যরা জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারা প্রতিবছরই তুরাগপাড়ে এই ইজতেমায় আসেন। এবার প্রথম পর্বের ইজতেমায় আসতে পারেননি, তাই যোগ দিয়েছেন এই ইজতেমায়।
সাদ অনুসারীদের ইজতেমার মিডিয়ার সমন্বয়ের দায়িত্বে থাকা মো. সায়েম বলেন, আমরা মুসল্লি বা স্থানীয়দের কষ্টের কথা ভেবে প্রতি জেলায় নির্দেশনা দিয়েছিলাম যেন সীমিতসংখ্যক সাথি আসেন। কিন্তু আলহামদুলিল্লাহ, প্রতি জেলা থেকেই তার চেয়ে অনেক বেশি লোক এসেছে। আমাদের মাঠ এখন কানায় কানায় ভর্তি। আমরা সবাই মিলে একটা সুন্দর ইজতেমা করব।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।