ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের উপর হামলা ও উস্কানির অভিযোগে গ্রেপ্তার : ডিবি প্রধান


ডিসেম্বর ৯, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের ওপর হামলা, পরিকল্পনা ও উস্কানির অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

নয়া পল্টনের সংঘর্ষের ঘটনা দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ তাদের তুলে আনার কথা জানান। তারও আট ঘণ্টা আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বরে অভিযোগ করে পরিবার ও দলীয় সূত্র।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।