ডিবি প্রধান হারুন বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ চাল, পানি ও খাদ্য সামগ্রীসহ ১৫টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত ৮টা ৫০ মিনিটে নয়া পল্টনের সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
ডিবি প্রধান হারুন আরো বলেন, পাঁচ ঘণ্টার অভিযানে বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের অনেকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের ছুঁড়ে মারা ইট পাটকেলে আমাদের ৫০ জন সদস্য আহত হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭