মোঃ লুৎফর রহমানঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ঐতিহ্যবাহী তালুকনগর উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৭ব্যাচের শতাধিক বন্ধুদের নিয়ে পূর্ণমিলর্নী ও রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১১টা থেকে বিকাল পযর্ন্ত উপজেলার তালুকনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
জরতজয়ন্তী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নূল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়র অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক বিশ্বাস ও আনিসুর রহমান মানিক,এম এ রৌফ ডিগ্রী কলেজের বিভাগীয় প্রধান আব্দুল মতিন বিশ্বাস,মানিকগঞ্জ জর্জ কোর্টের এ্যাড:সানজিদা রহমান,সাবেক সভাপতি অত্র স্কুলের এ্যাড.ফারুক আজাদ,১৭ব্যাচের পুলিশ উপ পরিচালক আনোয়ার সিকদার,মানিকগঞ্জ জেলা এস এস সি ৯৭ব্যাচর গ্রুপ ক্রিয়েটর মোস্তাফিজুর রহমান সেজুতি বাবু,প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম,টাঙ্গাইল পিবিআই এর উপ পুলিশ পরিদর্শক এ কে এম ইকবাল ও টাঙ্গাইল সদর থানার উপ পরিদর্শক আবুল বাশার,
এ্যাড:আবুল হাসান, মানিকগঞ্জ জেলা ৯৭ব্যাচের এডমিন মো: শফিকুল ইসলাম সেতু,
দেলদুয়ার থানা উপ পুলিশ পরিদর্শক রেজাউল করিম,মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা সিদ্দিক,ডিআই জি অফিস ঢাকার হাবিবুর রহমান।
প্রধান আলোচক এস এস সি ৯৭ ব্যাচের বন্ধু মোহাম্মদ মুরাদ হোসেন,উপ-পুলিশ পরিদর্শক।
অনুষ্ঠান সঞ্চালনায় আরিফুল ইসলাম,ইউসুফ আলী,মাসুম বিল্লাহ দেলোয়ার হোসেন মোল্লা,অনন্ত কুমার সরকার,নাছরিন আক্তার।
সার্বিক তত্ত্বাবধানে-আলেক,কবির হোসেন,সাইদুর,সিরাজুল ইসলাম,মিজানুর রহমান,খালেদা ইয়াসমিন,পারুল ইসলাম,শাহিনুর,রতন খান,আব্দুর রহমান,ওমর আলী,আতোয়ার,রেজাউল করিম প্রমুখ।