ঢাকাসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ খবর

কালিয়াকৈরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত


ডিসেম্বর ২৬, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নয়ন আলী কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ  খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে ২৫ শে ডিসেম্বর সারাদিন ব্যাপী গাজীপুরের কালিয়াকৈরে ২৪ টি গির্জা ও খ্রিস্টান পল্লীতে নানা উদ্দীপনায় বড়দিন উদযাপিত হয়। গীর্জা থেকে খ্রিস্টান বাড়ি সবখানেই এখন বড়দিন পালনের প্রস্তুতি সম্পন্ন। বাড়িগুলোর সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে বাড়িতে তৈরি করা হচ্ছে রকমারি পিঠা। গির্জা ও পল্লিগুলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায়। প্রতিটি গ্রামেই এখন উৎসবের আবহ, চলছে নানা আয়োজন। তবে উৎসব আনন্দ নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় খ্রিস্ট ধর্মালম্বীদের।

এবার কালিয়াকৈরের গোয়ালবাথান, কালামপুর,হবুয়ারচালা, নিশ্চিন্তপুর, বৈথনিয়া, রামপুর, বগারপুরসহ বিভিন্ন গীর্জায় বড়দিন পালন করা হয়। সবচেয়ে বেশি আনন্দ বিরাজ করছে শিশু-কিশোরদের মাঝে। ফুলবাড়িয়া ইউনিয়নের বগারপুরে  গিয়ে দেখা যায় সীনয় ব্যাপ্টিস্ট চার্চে বড়দিন উদযাপন করছে সেই সাথে ১ নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহ আলম সরকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বড়দিন উদযাপন উপলক্ষে সীনয় ব্যাপ্টিস্ট চার্চের পালক যোহন বর্মন বলেন, বাড়িতে বাড়িতে কেক, আর পিঠাপুলির আয়োজন করা হয়েছে। উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে ব্যস্ত সবাই।

ইভানজেলিক্যাল চার্চের সভাপতি বাপ্পি খৃষ্টদাস বলেন  বড়দিনে আমাদের প্রার্থনা হচ্ছে মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ গাঢ় হয়, পৃথিবী থেকে যেন অস্থিরতা দূর হয় এবং সবার মধ্যেই যাতে শান্তি বিরাজ করে। পরে কেক কেটে যীশু খ্রীষ্টের জন্মদিন পালনের মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান শেষ হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, বড়দিনকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি গীর্জায় পুলিশ পাহাড়া থাকবে ও টহল পুলিশও থাকবে। আশা করি নির্বিঘ্নে বড় দিনের উৎসব সম্পন্ন হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।