নয়ন আলী কালিয়াকৈর(গাজীপুর )প্রতিনিধিঃ বাঙালির চিরদিনের গৌরব, বীরত্ব ও আত্মদানের মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আজ।
১৯৭১ সালের এই দিনে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকা স্থান পাওয়ার দিন আজ। তারই ধারাবাহিকতায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে গাজীপুরে কালিয়াকৈরে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
প্রথমে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আওয়ামী লীগসহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
পরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়িয়ে দ্বিতীয় অধিবেশন শুরু করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদেে চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খাঁন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদে সাবেক কমান্ডার শাহাবুদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
পরে মুক্তিযোদ্ধা ও কৃতিত্বের অধিকারীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান উপজেলা প্রশাসন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।