মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ৮০০ পিস ইয়াবাহ সহ কামাল হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। কামাল উত্তর বেতকার মৃত হান্নান ঢালীর ছেলে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান এর নির্দেশে ও সাব ইন্সপেক্টর কেএম রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তা বৃহস্পতিবার (১৭নভেম্বর ২০২২ইং) দুপুর ২ টায় অভিযান চালিয়ে উত্তর বেতকা বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন পাকা সড়ক থেকে মাদকদ্রব্য সহ কামাল কে গ্রেফতার করা হয়।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে মাদকসহ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭