আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ এসিআই সীডের নেদারল্যান্ডস থেকে আমদানিকৃত নতুন প্রজন্মের বীজ আলু ভ্যালেন্সিয়া সম্পর্কে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কৃষকদের কে অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টা ২০ মিনিটে হাসাইল বাজারে কৃষকদের নিয়ে অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস শেখ এর সভাপতিত্বে ও এসিআই সীড এর মুন্সীগঞ্জ জেলা অফিসার মোঃ মোজাফফর আলির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটেটো পোর্টফলিও ম্যানেজার এসিআই কৃষিবীদ গোলাম মোস্তফা, ঢাকা এড়িয়া এক্সিকিউটিভ জাবির রহমান,পাচগাও ইউপি সদস্য আনিসুর রহমান ঢালী, হাসাইল বানারী ইউপি সদস্য বাবু হাওলাদার, শাহিন দেওয়ান, হাসাইল বানারী ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজিম মুন্সী, নুরে আলম দেওয়ান, রিপন মোল্লা, হান্নান ঢালী, হাসান ঢালী,মেসার্স ঢালী ভান্ডার এর প্রোপাইটার হাবিব ঢালী সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আগামীতে ভ্যালেনসিয়া বীজ আলু বৈদেশিক মুদ্রা অর্জনে বৈপ্লবিক ভূমিকা রাখবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭