ডেস্ক রিপোর্টঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে আগামী ১২ই নভেম্বর, বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেছে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় ফরিদপুর জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেন, ১২ই নভেম্বর দলীয় কর্মসূচীর আওতায় ফরিদপুর বিভাগীয় সমাবেশের জন্য রাজেন্দ্র কলেজ মাঠে অনুমতি চেয়ে প্রশাসনের কাছে লিখিত ভাবে অনুমতি চাওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন অনুমতি দেয়নি প্রশাসন। সাংবাদিকদের মাধ্যমে উপজেলা ও জেলা প্রশাসনের কাছে সমাবেশ সুষ্ঠু ভাবে সফল করতে সহযোগিতা করার ও আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেছ আলী ঈশা,সদস্য সচিব কিবরিয়া স্বপন,সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়েবা ইউসুফ,জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ড. মুহাম্মাদ হারুন অর রশিদ ভূইয়া, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম মিঠু ও প্রমূখ।