ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ খবর

চালকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ২০ কি.মি. গিয়ে খুঁজে ফিরিয়ে দিল স্বেচ্ছাসেবক দলের নেতা


অক্টোবর ১৫, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ  বরিশাল থেকে ঢাকার পথে আসার সময় বরিশালের নথুল্লাবাদের রাব্বি ফিলিং স্টেশনে  প্রয়োজনীয় কাগজপত্র সহ মানিব্যাগ হারিয়ে ফেলেন চালক মোঃ জসীম আলী (২৬)। এরপর দীর্ঘদিন পথ পারি দেওয়ার পরে হঠাৎ মানিব্যাগ না খুজে পেয়ে হতাশায় ভুগতে এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূচনায় সাংবাদিকের সাথে যোগাযোগ শুরু করে।

এরপর যোগাযোগের সূত্রতায় অবশেষে মানিব্যাগটি খুঁজে পেতে সহযোগিতার হাত বাড়ান বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহ্বায়ক ফয়সাল সিকদার। ছুটে যান তার অবস্থান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাব্বি ফিলিং স্টেশনে।

সেখানে গিয়ে অনেক খোজাখুজি করে পেয়ে যান চালকের হারিয়ে যাওয়া মানিব্যাগটি। যেখানে ছিল মোঃ জসীম আলী নামের যুবকের এন.আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র।

এ বিষয়ে চালক জসীম আলী জানান, আমি ভাবতেও পারিনি এইভাবে আমার পাশে কেউ দাঁড়াবে। আমার লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র না পেলে আমার পেশাগত কাজে অনেক বাধা আসতো।

অন্যদিকে, নিঃস্বার্থ ভাবে কারো জন্য কাজ করে মুখে হাসি ফুটাতে পেরেও নিজেকে স্বার্থক বলে মনে করেন এই স্বেচ্ছাসেবক দলের নেতা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।