স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দছাতিয়ান গ্রামের ফুলচাঁন শেখের বাড়িতে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে ঘড় সহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। সব কিছু হারিয়ে ফুলচানের খোলা আকাশের নিচে ঠাই হলো।
এলাকা বাসীর কাছ থেকে জানাগেছে- ১৪ ই অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ করে রান্না ঘর থেকে এই অগ্নি কান্ডের সূচনা হয়। আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বড় ঘরেও আগুন ধরে যায়। আগুন দেখে দ্রুত এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষনে
ঘর থাকা সকল মালামাল নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে এলাকাবাসী লোকমান বলেন ফুলচান শরীরক দিকে অসুস্থ। কানে কাম শুনে মাঠে এক শতাংশ জমি ও নেই তার দুই শতাংশ জায়গায় একটা টিনের ছাপড়া করে থাকতেন ফুলচাঁন শেখ।
ফুলচাঁন শেখের ছোট ছোট দুই ছেলে বলেন আমাদের ধান চাউল জমা কাপড় হারিপাতিল সহ সর্বোচ্চ ভয়াবহ অগ্নি কান্ডে পুড়ে গেছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ্য টাকার অধিক মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
তার তিন ছেলে এক মেয়ে বুড়ো বাবা মা নিয়ে হতাশ তার পরিবার লোকজন।
সরকারি সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।
এবিষয়ে জিয়নপুর ইপি চেয়ারম্যান বলেন আমি শুনেছি ফুলচানের ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।আমি যতটুকু পারি চেষ্টা করুব সহযোগিতা করার জন্যে।