মোঃ লুৎফর রহমানঃ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তার তালিকায় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মোঃ মোয়াজ্জেম হোসেন । তিনি দৌলতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দৌলতপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা জানান,অত্যন্ত দক্ষ একজন শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন , তিনি তার কর্মদক্ষতায় উপজেলা পর্যায়ে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। তাই তিনি জেলায় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসাবে বিবেচিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সুত্রে জানা যায়,দৌলতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কাজ করেছে । সেই কারনেই তাকে এবারে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য এই কর্মকর্তা ২০১৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন। এর আগে বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি দৌলতপুর উপজেলায় যোগদান করার পর হতে শিক্ষা ক্ষেত্রে টিম ওয়ার্ক হিসাবে কাজ করেন। যার কারনে দৌলতপুর উপজেলায় শিক্ষায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। দৌলতপুর উপজেলাকে শিক্ষাক্ষেত্রে মডেল উপজেলার পরিনিত করেছেন তিনি। তিনি শিক্ষাবান্ধব অফিসার হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭