মোঃ লুৎফর রহমানঃ মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ র্নিবাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৭ অক্টোবর) নির্দিষ্ট সময় অনুযায়ী সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয় জেলার ৭টি উপজেলা ভোট কেন্দ্রে দুপুর ২টা পযর্ন্ত।
এই নির্বাচনে দৌলতপুর উপজেলা ১০৭টি, ঘিওর উপজেলায় ৯৪টি, শিবালয় উপজেলায় ৯৪টি, সাটুরিয়া উপজেলায় ১১৯টি, সদর উপজেলায় ১৪৬টি, হরিরামপুর উপজেলায় ১৭০টি, সিংগাইর উপজেলায় ১৫৯টি ভোটার রয়েছে। সব মিলে ৮৮৯জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ৬৮১ জন ও মহিলা ভোটার ২০৮জন। এই জেলার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছনে ২ জন। সংরক্ষতি নারী আসনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ এবং সাধারন সদস্য পদে প্রার্থী হয়ছে ১৯ জন।
সাতটি উপজেলায় সাতটি কেন্দ্রের ১৪টি বুথে ভোট গ্রহন হয়েছে । ভোট গ্রহন চলছে বেলা ২টা পর্যন্ত। শান্তিপূর্ন ভাবে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত ছিলো।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও গতবারের জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি ৪৫২ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম ফজলুল হক রিপন পেয়েছেন ৪২৫ ভোট। আর দৌলতপুরে সদস্য পদে নির্বাচিত হয়েছে বাঁচামারার ইউনিয়নের কৃতি সন্তান প্রভাষক মোঃ শফিকুল ইসলাম শফিক