লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে হামলা চালিয়ে একটি ইলেকট্রনিক দোকান হাওলাদার ইলেকট্রনিক ও একটি মুদি দোকান সীহাব ষ্টোর এ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্দায় এ হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সন্দা ৬টার দিকে সদর লক্ষ্মীপুর থেকে আগত কিছু ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাজিরহাট নতুন বাজার সাইফুল্লাহ সুপার মার্কেট এর একটি ইলেকট্রনিক ও একটি মুদি দোকান ভাংচুর করে। প্রত্যক্ষ দর্শিরা জানান, বাজারের ঘর দখলের উদ্দ্যেশ্যে সেনা সদস্য পরিচয়ে সাহাদাতের নেতৃত্বে হামলাকারীরা ২টি ব্যাবসা প্রতিষ্ঠানের নগদ দুই লক্ষ টাকা সহ ৫০হাজার টাকার খাদ্য সামগ্রী নষ্ট ও প্রায় ৬০ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ভাংচুর করে। ঘটনার সময় বাজারের সাধারন লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭