আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন টেঙ্গারচর ও ভবেরচর ইউনিয়নের চার গ্রামের পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ।
এদিকে অভিযান চলাকালে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় মো. মোশারফ হোসেন নামে একজনের দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে মূল সঞ্চালন লাইন থেকে তিন ইঞ্চি ব্যাসার্ধের পাইপের মাধ্যমে টেঙ্গারচর ও ভবেরচর ইউনিয়নে চার গ্রামের ঘরে ঘরে অবৈধ আবাসিক সংযোগ নেওয়া হয়। মিরেরগাঁও, উত্তরশাহপুর, বৈদ্দেরগাঁও, আনারপুরা ওই চার গ্রামের প্রায় পাঁচ হাজার রাইজার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ অপরাধে একজনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম দৈনিক ভোরের খবরকে জানান, দুপুর থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্নের কাজ করছিলো। দুপুরে আনারপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালা করা হয়। মোশারফ হোসেন নামের ওই ব্যাক্তি একটি গ্যাস সংযোগের অনুমতি ছিলো, কিন্তু সে অবৈধভাবে ৪-৫টি সংযোগ চালাচ্ছিলো। তাই জরিমানা করা হয়েছে।