ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ খবর

আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


অক্টোবর ৬, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ লুৎফর রহমানঃ   মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জাতীসংঘ কর্তৃক বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত করায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দৌলতপুর আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দূর্জয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম মহীউদ্দীন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বাদরুল ইসলাম বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, আ ফ ম সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক এ এম তায়েবুর রহমান টিপু, আমিরুল ইসলাম মট্টু, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির শাওন, উপজেলা কৃষকলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্টু, উপজেলা সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, চরকাটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, খলসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক, ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন। পার্শ্ববর্তী শিবালয় উপজেলার সাত ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান বৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন দৌলতপুর সরকারি পি এস উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আবুল হোসেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।