ঢাকাশুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২

গাজিপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


সেপ্টেম্বর ৯, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

গাজিপুরের টঙ্গীর গাজিপুরা এলাকায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহঃস্প্রতিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম হেলাল উদ্দিন। তিনি টঙ্গীর গাজিপুরা এলাকার তামিরুল মিল্লাত মাদ্রাসার দক্ষিণ পাশের ফ্যামিলি মেডিকেল ও জেনারেল হাসপাতালের ভবন নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতে ছিল।

এ ঘটনার পর থেকেই ভবন মালিক দু লক্ষ টাকা দিয়ে দফারফা করার চেষ্টা করে। অবশেষে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনী প্রক্রিয়ায় লাশ না দেওয়ায় দফারফা বাতিল হয়। মৃতদেহের সুরতাহল রিপোর্টের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।