ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ খবর

দৌলতপুরে খামারিদের সাথে ভেটেরিনারি ডাক্তারদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে


সেপ্টেম্বর ১০, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পোল্ট্রি ও ডেইরী খামারিদের সাথে ভেটেরিনারি ডাক্তারদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও আর আর পি ফিড ও রফিক মেডিসিনের অর্থায়নে উপজেলার কলিয়া ইউনিয়নের টেপড়ী মোল্লা বাড়ি এগ্রো ডেইরি ফার্মের পরিচালক মো: শাহজাহান আলীর আধুনিক ডেইরি খামারে সারাদিন ব‍্যাপি উপজেলার ২০জন খামারি ও ২০জন ভেটেরিনারি ডাক্তারদের নিয়ে ডেইরি ও পোল্ট্রি খামারিদের যৌথ সমন্বয়ে ভেটেরিনারি খাতকে ডিজিটাল ও চিকিৎসা সেবা আধুনিকায়তনের লক্ষে বড় বড় খামারিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় ও মিলনমেলায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে৷ রাখেন সাভার কেন্দ্রীয় গো-প্রজন্ম ও দুগ্ধ খামারের ভেটেরিনারি অফিসার ডা:আব্দুল মোতালেব,ভ্রাম‍্যমন বাড়িয়ার আইএলএস টি র চীফ ইনেস্টেকটর ডা:হাসান আলী,মানিকগজঞ্জ জেলা এফ ডি এল ডা:আবুল কালাম আজাদ,আর আর ফিডের জেনারেল ম‍্যানেজার ডা:মাহবুবুল আলম, সাভার গবেষনাগারের দায়িত্বে ডা:মিজানুর রহমান,সাভার উপজেলা প্রাণীসম্পদ অফিসার সাজেদুল ইসলাম,মানিকগঞ্জ সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:আজিজুল হক,দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসিন আহমেদ, শিবালয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:রেজাউল করিম,হরিরামপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা:জহিরুল ইসলাম,শিবালয় প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম ,সাটুরিয়া এলই ও ডা:রাশিদা শাউকি,ডা:মেহেজাবিন,
আর আর ফিডের এরিয়া ম‍্যানেজার ডা:সুকান্ত,প্রেসক্লাবের সভাপতি ও পোল্ট্রি খামার এসোসিয়েশনের সভাপতি মো:শাহ আলম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,ডেইরী খামার এসোসিয়েশনের সভাপতি মো:শাহজান আলী প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।