ঢাকাশনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ খবর

টাঙ্গাইলে পানির অভাবে ধানের ফলনের অনিশ্চয়তা


সেপ্টেম্বর ৩, ২০২২ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

প্রধান ফসল ধান এইবার আমাদের দেশের কৃষক কিভাবে সংগ্রহ করবে সেটা নিয়ে কৃষক অনেক ভাবনায়।তারা সেই প্রধান ফসল এই বছর গড়ে তুলতে পারবে কিনা এই ভাবনায় মাথায় হাত দিয়ে চিন্তায় পড়েছে কৃষক। একদিকে তো প্রাকৃতিক দুর্যোগ, নেই বৃষ্টি। ধানের চারা রোপন করার পর থেকেই নেই বৃষ্টি। ধানের ক্ষেত, বৃষ্টি বা পানি না থাকার কারণে খেয়ে শুকিয়ে ফেটে গেছে। মাটি ফেটে সাদা হয়ে গেছে। ধানের চারা আর ঘাস সমান। ধানের চারা মারা যাওয়ার উপক্রম,এবং বৃষ্টি না হওয়ার কারণে অনেক জমি অনাবাদি পড়ে রয়েছে,  তাই ভাবনায় আমাদের সেই কৃষক, সোনার ফসল ঘরে আনতে পারবে কিনা? অন্যদিকে রাসায়নিক সারের দাম বাড়তি, কাজের লোক তো পাওয়াই যায় না, পাওয়া গেলেও দাম বাড়তি, কৃষকের সেই ধান বাজারে বিক্রি করতে গেলে ততটা মূল্য পায় না কৃষক। এক মণ ধান বিক্রি করে যে টাকা হয়,। তাহা খরচের সমান হয় না। আমাদের দেশের কৃষক বড়ই অসহায়। আল্লাহতায়ালা যেন, এই দুর্যোগ কাটিয়ে বৃষ্টি দেন, এই কামনা কৃষকের।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।