মানিকগঞ্জের সাটুরিয়ায় আমিনুর হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা কাউকে জানালে ছাত্রীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ৮ মাস ধরে ধর্ষণ করে আসছে আমিনুর।
ধর্ষক আমিনুর সাটুরিয়া উপজেলার দিঘুলীয়া ইউনিয়নের নাশুরপুর গ্রামের সুলতান উদ্দিন সুলতুর ছেলে আবু তাহেরের ছোট ভাই।
এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে ধর্ষিতার বাবা সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে ধর্ষিতা ওই কিশোরী স্হানীয় একটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করে। ধর্ষক আমিনুর হোসেনের বড় ভাই আবু তাহেরের তাঁতশিল্পে কাপড় বুননের কাজ করতো ওই কিশোরীর বাবা। এ সম্পর্কে আমিনুরকে কাকা বলে ডাকতো ওই কিশোরী।সাটুরিয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক এএসআই মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষক আমিনুরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭