মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল বিক্রির শুরু হয়েছে। রবিবার ৪ঠা সেপ্টেম্বর খাদ্য অধিদপ্তরও খাদ্য মন্ত্রণালয় বাস্তবায়নে দৌলতপুর চকমিরপুর ইউনিয়নের সদরে দুটি স্থানে ওএমএস/দোকানের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান ।
এ সময় উপস্থিত ছিলেন- থানা অফিসার ইনচার্জ ওসি জাকারিয়া হোসেন, চকমিরপুর ইউপি সাবেক চেয়ারম্যান মহিদুর রহমান মুক্তা,উপজেলা যুবলীগের আহবায়ক মো. হুমায়ুন কবীর, প্রেসক্লাবের আহবায়ক মো:শাহ আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.মমিনুল ইসলাম,খাদ্য কর্মকর্তা মোছা:ফারজানা বেগম,ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা দরে জনপ্রতিদিন ০৫ কেজি করে চাল কিনতে পারবেন। দুইটি ডিলারের মাধ্যমে সদর চকমিরপুর ইউনিয়নের এ কার্যক্রম আগামী তিন মাস পর্যন্ত চালু থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭