প্রধান ফসল ধান এইবার আমাদের দেশের কৃষক কিভাবে সংগ্রহ করবে সেটা নিয়ে কৃষক অনেক ভাবনায়।তারা সেই প্রধান ফসল এই বছর গড়ে তুলতে পারবে কিনা এই ভাবনায় মাথায় হাত দিয়ে চিন্তায় পড়েছে কৃষক। একদিকে তো প্রাকৃতিক দুর্যোগ, নেই বৃষ্টি। ধানের চারা রোপন করার পর থেকেই নেই বৃষ্টি। ধানের ক্ষেত, বৃষ্টি বা পানি না থাকার কারণে খেয়ে শুকিয়ে ফেটে গেছে। মাটি ফেটে সাদা হয়ে গেছে। ধানের চারা আর ঘাস সমান। ধানের চারা মারা যাওয়ার উপক্রম,এবং বৃষ্টি না হওয়ার কারণে অনেক জমি অনাবাদি পড়ে রয়েছে, তাই ভাবনায় আমাদের সেই কৃষক, সোনার ফসল ঘরে আনতে পারবে কিনা? অন্যদিকে রাসায়নিক সারের দাম বাড়তি, কাজের লোক তো পাওয়াই যায় না, পাওয়া গেলেও দাম বাড়তি, কৃষকের সেই ধান বাজারে বিক্রি করতে গেলে ততটা মূল্য পায় না কৃষক। এক মণ ধান বিক্রি করে যে টাকা হয়,। তাহা খরচের সমান হয় না। আমাদের দেশের কৃষক বড়ই অসহায়। আল্লাহতায়ালা যেন, এই দুর্যোগ কাটিয়ে বৃষ্টি দেন, এই কামনা কৃষকের।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭