ঢাকাসোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২

আশুলিয়া জিরাবো বাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


সেপ্টেম্বর ৫, ২০২২ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার আশুলিয়া জিরাবো বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।   নিহতের নাম ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন(৪৫)। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সে গাজীপুর জেলার মাস্টার বাড়ী, মন্নু নগর সদর এলাকার আজগর আলীর ছেলে। জন্মস্থান বরিশাল।

জানা যায়, বাইপাইল থেকে আব্দুল্লাহপুর যাওয়ার সময় জিরাবো নামক স্থানে এসে অপরদিক থেকে আসা একটি পিকাপ গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পরে যায় ওই মোটরসাইকেল আরোহী।
এরপর পেছন থেকে আসা একটি ইট বোঝাই ট্রাকের চাকা গলার উপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আশুলিয়া থানা পুলিশের এস আই নয়ন আহমেদ জানায়, আমি আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নিহত দেলোয়ার হোসেন (৪৫) জিরাবো এলাকার ফাইভ গার্মেন্টস্ লিঃ এর ইলেক্ট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।