লক্ষীপুরের কমলনগরে পুষ্প অর্পনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
৫ আগস্ট শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প অর্পন করে কমলনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থা।
পুষ্প অর্পন শেষে আলোচনা সভায় উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পুদম পুষ্প চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানা তদন্ত ওসি মেলকাম ডিসিলভা, সাবেক কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিক উদ্দিন,উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এসময় মুক্তিযোদ্ধা মোঃ সফিক উদ্দিন শহীদ শেখ কামাল এর জীবনের স্মৃতি তুলে ধরেন।