দৌলত
মানিকগঞ্জের দৌলতপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা,দোয়া মাহফিল সহ সেলাইমেশিন ও চেক বিতরণ করা হয়।
"মহীয়সী বঙ্গমাতা চেতনা অদম্য বাংলাদেশ প্রেরণা" এই শ্লোগানকে সামনে রেখে
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: হাবিবুর রহমান, আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, তথ্যআপা ফারজানা আক্তার,আনসার ভিডিপি অফিসার ফিরোজা আফরোজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুল হক, মুক্তিযোদ্ধা সংসদের ডিপুডি কমান্ডার মো: নুরুল ইসলাম , প্রেসক্লাবের আহবায়ক মো: শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে ৮টি সেলাইমেশিন দু:স্থ মহিলা ও শিশু তহবিল হতে মহিলাদের চেক বিতরণ করেন ৭জনকে চেক বিতরণ করা হয়।এদের প্রতি জনকে ১০হাজার করে দেওেয়া হয় ।
এছাড়া দুটি সমিতিকে ২৫ হাজার করে টাকা করে মোট ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুরছালিমা বেগম।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭