দৈনিক যায় যায় দিন পত্রিকার সাভার উপজেলার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আরজু মীরের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজাঘাট কবরস্থানের পাশে তার নিজস্ব বাড়িতে হানা দেয় ডাকাতরা।
ভুক্তভোগী সাংবাদিক আরজু মীর জানান, সকাল ১১টার সময় তিন সদস্যের ডাকাত দল বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তার স্ত্রীকে হাত পা বেঁধে আলমারিতে রাখা নগদ ২০/২৫ হাজার টাকা, হিরার ১টি আংটি, হিরার ২টি নাকফুল, সংবাদ সংগ্রহ কাজের ব্যবহৃত একটি ল্যাপটপ, মোবাইলসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে হাত পা বাধা অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযান চলছে ও সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭