ঢাকাবুধবার , ২৭ জুলাই ২০২২

দৌলতপুরে ইউপি উপ নির্বাচনে এই প্রথম ইভিএম এ ভোট গ্রহণ


জুলাই ২৭, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার ২৭ জুলাই) দৌলতপুর সরকারি পিএস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু করে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই বিরতিহীন ভাবে বিকাল ৪ টায় শেষ হয়।
দৌলতপুর উপজেলায় এই প্রথম বারের মতো ইভিএমে ভোট প্রদান করছেন ভোটাররা।
দৌলতপুর উপজেলায় এই প্রথম বারের মতো ইভিএমে ভোট প্রদান করছেন ভোটাররা।
প্রিজাইডিং কর্মকর্তা আব্দুস সালাম জানান, নির্বাচনে সাবিনা আক্তার তালা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৯৯৭। তার নিকটতম প্রতিদন্দী প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ফুটবল প্রতীকে পেয়েছেন ৯০১ ভোট। সাবিনা আক্তার তালা প্রতীকে ৯৬ ভোট বেশি পাওয়ায় তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ওই কেন্দ্রে ৩৭২৮ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৮২৮ জন এবং নারী ভোটার ১৯০১ জন। মোট ভোট প্রদান করেছেন ১৮৯৮ জন। মোট ভোটারের বিপরিতে ভোটের শতকরা হার ৫১ শতাংশ।
উলেখ্য, বিজয়ী প্রার্থী সাবিনা আক্তারে স্বামী মিন্টু মিয়া এই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন গত প্রায় তিন মাস আগে তার মৃত্যুতে এই ৩ নং ওয়ার্ডটিকে উপজেলা নিবার্চন অফিস শূন্য ঘোষনা করায় পূনরায় ভোট গ্রহন সম্পন্ন হল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।