ঢাকাবুধবার , ১ জুন ২০২২
আজকের সর্বশেষ খবর

দৌলতপুরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আনোয়ারকে বিদায়ী সম্বর্ধনা


জুন ১, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হিসাব সহকারী আনোয়ার হোসেন বদলি জনিত কারণে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হওয়ায় আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসানের অফিস কক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আনোয়ার হোসেনকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা , বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান, এছাড়া আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
জানা গেছে আনোয়ার হোসেন দৌলতপুর উপজেলা ইউএনও অফিসে হিসাব সহকারী পদে দীর্ঘ সাত বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছেন। দীর্ঘদিন অফিসে কাজ করার কারণে দপ্তরের কর্মকর্তা, কর্মচারিদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।