আশুলিয়ার শিল্পাঞ্চল ডেন্ডাবর এলাকা হতে ইকবাল খান (৫২) নামের ব্যক্তি ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ নিয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যাহার নং ১২৫/২২।
জানা যায়,গত ২৬ শে মে ২০২২ইং টেন্ডারের কাজের ৩ লক্ষ পাওনা টাকা আনতে যায় ইকবাল। এরপর আর বাসায় ফেরেনি। বার বার তার সাথে যোগাযোগ ও খোজাখুজি করে ও কোন সন্ধান পাচ্ছে না পরিবার।
নিখোঁজ ইকবালের স্ত্রী ফারহানা খান ভোরের খবরকে বলেন, আমার স্বামীর সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল তার আপন ভাই ফিরোজ খান,কামাল খান,পারভেজ খান ও আজমল খানের সাথে। অন্যদিকে তার কাজের সহযোগী ফেরদৌসের সাথেও মুঠোফোনে যোগাযোগ করে সন্দেহ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি কঠোর তদন্তে নামলেই নিখোঁজের মূল রহস্য বের হবে বলে জানান তিনি।
অপরদিকে নিখোঁজ ইকবালের সন্ধান চেয়ে তার ছেলে মহিন খান(১০) ও মেয়ে মেঘোবি খান (১২) আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সু- দৃষ্টি কামনা করেছে।
উল্লেখ্য, ৭ দিন ধরে নিখোঁজ ইকবালের সন্ধান চেয়ে অসুস্থ স্ত্রী আকুতি জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭