গাইবান্ধার শালমারা ইউনিয়নের রেলস্টেশন থেকে দোয়াইল জামে মসজিদ পর্যন্ত রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে।
প্রতিনিয়ত এই রাস্তাটি ব্যবহার করে বিভিন্ন কাজে যাতায়াত করে অত্র গ্রামের শিক্ষার্থীরা সহ প্রায় ৩ হাজার মানুষ। কিন্তু বর্তমানে কিছু প্রভাবশালী মহলের বালু উত্তোলনের কারণে এই সড়কটি ভেঙে একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
যদিও এলাকাবাসীর পক্ষ থেকে এই সড়কটির সংষ্কার ও অবৈধভাবে বালু উত্তোলনবন্ধের জন্য মানববন্ধন করা হলেও কোন সুরহাই মেলেনি।
দ্রুত এই রাস্তাটি মেরামত ও বালুদস্যুদের হাত থেকে গ্রামবাসীর একমাত্র চলাচলের পথ শালমারা ইউনিয়নের রেলস্টেশন থেকে দোয়াইল মসজিদ ও পাকুরতলা নদীর পশ্চিম মোড় পর্যন্ত রক্ষা করে যাতে দ্রুত সংষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয় এজন্য সংশ্লিষ্ট মহলের সু দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭