ঢাকার কেরাণীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে ৫ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০।
রোববার বেলা পৌনে ১২টার দিকে কেরাণীগঞ্জের ইকুরিয়া ও রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি সুইচ গিয়ার চাকু, ১টি ফোল্ডিং চাকু ও ২টি ছুরি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মো. জাবের (১৯), মো. রাহাত পাঠান (১৯), মো. সাগর (২৬), মো. রমজান (২৯) ও মো. জলিল পাটোয়ারী (২২) বলে জানা যায়।
র্যাবের মিডিয়াসেল থেকে এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানানো হয়। র্যাব জানান, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭