মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজিত ২১ জুন (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ হুম রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ( ভিডিও কলে) লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল আলম,কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, সহকারী ভূমি কমিশনার পূদম পুস্প চাকমা, কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউ পি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন,কমলনগর থানা ওসি তদন্ত মেলকাম সিলভা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, রোকসানা আক্তার রুক্সী প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সফিক উদ্দিন, এ কে এম শরিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকতা মোঃ ইকতারুল ইসলাম, সমাজ সেবা মোঃ মাসুদ,ইউ পি চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন মাষ্টার, মির্জা আশ্রাফুল জামান রাসেল,হাজির হাট মিল্লাত একাডেমি প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন সহ উপজেলার সকল দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠনের প্রধান এবং ইউ পি সদস্য বৃন্দ। দিনব্যাপি কর্মশালায় পদ্মা, মেঘনা, যমুনা,তিস্তা,সুমরা গুরুপে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।