ঢাকাশনিবার , ২১ মে ২০২২
আজকের সর্বশেষ খবর

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে চলছেন রাজবাড়ীর সংরক্ষিত আসনের এমপি সালমা চৌধুরী রুমা


মে ২১, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা রাজবাড়ী জেলার জনগণের জন্য অকাতরে কাজ করে যাচ্ছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রাজবাড়ী জেলার অসহায় কৃষক ও খেটে খাওয়া মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য করছেন।তিনি অল্প সময়ের মধ্যে রাজবাড়ী জেলার জনগণের মনে জায়গা করে নিয়েছেন। টাকার অভাবে যদি কোন মেধাবী ছাত্র লেখা পড়া করতে না পারে তিনি ব্যাক্তিগত ভাবে তাকে অর্থ দিয়ে সাহায্য করেন। এলাকার কোথাও বাল্য বিবাহ হলে তিনি নিজে উপস্থিত থেকে বাল্য বিবাহের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করেন।এলাকার যুব সমাজ যাতে মাদকের মতন ভয়াবহ নেশায় না জড়ায় সেই বিষয়য়ে এলাকাবাসীকে তিনি প্রতিনিয়ত সচেতন করেন।তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রাজবাড়ীর জনসাধারণের সাথে নিয়ে সকল উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।এ ছাড়াও তিনি দুস্থ মানুষের মধ্যে প্রধান মন্ত্রীর ত্রান-সামগ্রী পৌঁছে দিচ্ছেন। রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য, রাজবাড়ী জেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী মরহুম এ্যাডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর সুযোগ্য কন্যা।এলাকাবাসী তাকে যে কারণে পছন্দ করেন তার মধ্যে রয়েছে বর্তমান সরকারের বিভিন্ন ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কার্যক্রম, মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে অবস্থান, নতুন ভোটারদের সমর্থন।সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এতবড় দায়িত্ব দিয়েছেন, আমি সেটা বাস্তবায়নের চেষ্টা করছি।আমার নেত্রী যে ভাবে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরন করবো।তার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।এতে করে দেশ এগিয়ে যাবে।তিনি সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।